কালী পুজোয় (Kali Puja) আদ্যাপীঠে ভক্ত সমাগম। বৃহস্পতিবার সকাল থেকেই তারাপীঠে ভক্ত সমাগম দেখা যায়। বহু ভক্ত আজ হাজির হন আদ্যাপীঠে, মা কালীর দর্শন পেতে ভক্ত ভরে, নিষ্ঠা ভরে তাঁরা অপেক্ষা শুরু করেন। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। অযোধ্যা থেকে জম্মু কাশ্মীর, দেশের বিভিন্ন কোণা সেজে উঠেছে আলোর মালায়। অযোধ্যায় রাম মন্দির গঠনের পর এই প্রথম এবারের দীপাবলি। ফলে এবারের দীপাবলিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী মোদী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
আরও পড়ুন: Diwali 2024: জেনে নিন কালী পুজোর নির্ঘণ্ট, অমাবস্যা শুরু হচ্ছে কখন দেখুন
দেখুন আদ্যাপীঠে ভক্তের ঢল...
#WATCH | North 24 Parganas, West Bengal: Devotees throng Adyapith Kali Temple in Howrah's Dakshineshwar on the occasion of #Diwali. pic.twitter.com/OWiJ9JgzAA
— ANI (@ANI) October 31, 2024