Dilip Ghosh: ‘যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না’, সাতসকালেই তৃণমূলকে হুমকি দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ (Photo Credits: ANI)

কলকাতা, ২৬ ডিসেম্বর: বড়দিনে কেতুগ্রামের সভায় বঙ্গ বিজেপির সভাপতি ‘দিলীপ ঘোষের প্যান্ট খুলে’ নেওয়ার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “দিলীপ ঘোষ (Dilip Ghosh) কেতুগ্রামে এসে বলে গেছেন মেরে দেব কেটে দেব। মানুষ এসব বরদাস্ত করবে না। তারাই প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে।” শনিবার প্রায় একই ভাষাতে মমতার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। এদিন সকালে বামন ঘাটার চা চক্রে হাজির ছিলেন তিনি। সেখানেই দফায় দফায় তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। তৃণমূলের হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন খারাপি বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।” আরও পড়ুন-India vs Australia 2nd Test 2020 Day 1: অশ্বিন –বুমরাহর ঝোরো বোলিংয়ের সামনে দিশেহারা অজি টপ অর্ডার, শূন্য রানে ফিরলেন স্টিভ স্মিথ

যদিও আগের দিন অনুব্রত মণ্ডলের মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন, “অনুব্রতবাবুও বুঝতে পারছেন তৃণমূলের ইলাস্ট্রিক ঢিলে হয়ে গেছে। তাই এসব বলছেন। কেষ্টবাবুর মাথায় এমনিই অক্সিজেন কম যায়। তাই ওঁর কথার খুব একটা গুরুত্ব নেই।” তবে শনিবার যেন আরও বেশি আক্রমণাত্মক দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমাকে ৪০টা কেস দিয়েছে। যার তার নামে কেস দিচ্ছে। বিজেপি করলেই কেস। তাও চড় মারিনি। যেদিন সত্যি সত্যি মারা  শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। সিদ্ধার্থ শঙ্করের আমল থেকে চলছে হিংসার রাজনীতি। সিপিএম যা করেছে, তৃণমূল তাই করছে। মোদিজি টাকা পাঠাচ্ছে, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। বিজেপি করলেই, মারধর করছে। পিসি, ভাইপোর রাজনীতি চলবে না। পঞ্চায়েত নির্বাচন হল, ভোট দিতে দেয়নি ওরা। আমাদের লোকেদের নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি। বিডিও কে পর্যন্ত ঘিরে রেখেছিল। আর মুখ্যমন্ত্রী বলছে, বিজেপি ঝামেলা করছে। বিজেপি ঝামেলা শুরু করলে, আর ঘরে থাকতে পারবে না। চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছু করেছে। কালিঘাটে এখন প্রণামি দিতে হয়। কাটমানি কাউকে খেতে দেব না। দিদির ভাইরা, ৫টাকায় আলু কিনে, ৪৫ টাকায় বিক্রি করছে।”

অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির জমি বিতর্ক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসফল মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।