কলকাতা, ১২ এপ্রিল: শীতলকুচিতে আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এভাবেই নয়া আক্রমণে গেলেন অমিত শাহ। কারণ শীতলকুচিতে ভোটের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন ভোটারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন তৃণমূলনেত্রী। তারপরেই শীতলকুচির গুলি চালনার ঘটনায় মমতার বিরুদ্ধ তোষণের রাজনীতির অভিযোগ করেন অমিত সাহ। এদিন টুইট বার্তায় তারই জবাব দিলেন ডেরেক ও’ব্রায়েন। বললেন, “ঠগ। প্রতারক। মিথ্যাবাদী। অমিত শাহ ও তাঁর চাটুকারদের বলছি, মমতা যাঁদের শ্রদ্ধা জানাচ্ছেন ফলকের উপরে সেই পাঁচটি (চারটি নয়) নাম পড়ুন যাঁদের আপনার নির্দেশে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়েছে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: দেড় লাখ ছাড়াল দৈনিক সংক্রমণ, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ
Thug. Cheat. Liar.
All rolled into one.
Amit Shah and your minions.
READ those FIVE (not four) names on that plaque where @MamataOfficial is paying tribute to the memory of FIVE citizens who were shot dead on your command #BengalElections2021 pic.twitter.com/8s1aiTsokE
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 11, 2021
অমিত শাহ গতকাল রাজনৈতিক সমাবেসে শীলকুচির ঘটনার জন্য তৃণমূলনেত্রীকে দায়ী করে বলেছিলেন, “শোকপ্রকাশেও বিভেদ, তোষণের রাজনীতি করছেন মমতা। বাহিনীকে ঘেরাওয়ের উস্কানি দিয়েছেন মমতা। উস্কানি না দিলে এমন ঘটনা ঘটত না। সকালে ওই বুথেই আনন্দ বর্মনের মৃত্যু হয়েছে। কিন্তু আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করেননি মমতা। কারণ, আনন্দ বর্মন রাজবংশী সম্প্রদায়ের, তিনি মমতার ভোট ব্যাংক নয়। ৪ জনের মৃত্যু নিয়ে সরব হলেও, আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করলেন না কেন? এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” জনসভায় শাহর এহেন প্রশ্নের জবাব আজ টুইটে দিলেন ডেরেক ও’ব্রায়েন।