সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায় (Photo: Facebook)

কলকাতা, ৪ এপ্রিল: প্রয়াত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) স্ত্রী দীপা চট্টোপাধ্যায় (Deepa Chatterjee)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গতরাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। মাস চারেক আগেই প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে জানা গেছে, কিডনি বিকল হয়ে রবিবার রাতে প্রয়াত হন তিনি। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে। বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। রক্তজনিত বেশকিছু সমস্যাও ছিল।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু বলেন, "বাবা চলে যাওয়ার পর থেকেই মা বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছিল। ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।" আরও পড়ুন: West Bengal Assembly Elections 2021: বীরভূমের মুরারইতে প্রার্থী বদল তৃণমূলের, নতুন প্রার্থী মোশারফ হোসেন

১৯৬০ সালের ১৮ এপ্রিল মাসে বিয়ে হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপাদেবীর। কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন দীপা চট্টোপাধ্যায়। যার মধ্যে উল্লেখ্যযোগ্য বিলম্বিতলয়, গাছ ও দূর্গা।