দিঘা, ২৬ মে: প্রবল গতিবেগে ওড়িশার (Odisha) ধামড়া বন্দরে (Dhamra Port) আছড়ে পড়ে ঘূর্ণিঝড় য়াস৷ ধামড়া উপকূলে য়াস আছড়ে পড়ার পরপরই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়৷ য়াসের ল্যান্ডফলের পরপরই দিঘায় (Digha) রাস্তার উপর প্রবল জলোচ্ছ্বাস যেমন শুরু হয়ে যায়, তেমনি স্থানীয় দোকান এবং বাড়িগুলিতে জল ঢুকে পড়তে শুরু করে৷
ল্যান্ডফলের পর আরও দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়(Cyclone) দাপট দেখাতে পারে৷ ততক্ষণ পর্যন্ত কোথায়, কী ধরনের বিপর্যয় হবে, তা নিয়ে আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছে প্রশাসন এবং এনডিআরএফের (NDRF) কর্মীরা৷
আরও পড়ুন: Cyclone Yaas: প্রবল গতিবেগে ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় য়াস
দেখুন প্রবল জলোচ্ছ্বাসের জেরে দিঘায় কীভাবে হু হু করে জল ঢুকতে শুরু করেছে...
#WATCH | West Bengal: Water from the sea enters residential areas along New Digha Sea Beach in East Midnapore.
Very Severe Cyclonic Storm Yaas centred about 50 km South-Southeast of Balasore (Odisha). Landfall process has commenced around 9 am, says IMD. #CycloneYaas pic.twitter.com/8m667Py8Ec
— ANI (@ANI) May 26, 2021
বুধবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙে পড়েছে৷ সোনাচূড়া সহ বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়েছে৷ দিঘা থেকে সব মানুষকে সরানো হয়নি৷ দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে৷ আরও মানুষকে সরানো হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে উপকূলবর্তী এলাকারমানুষকে যাতে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রশাসনের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷