দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

দিঘা, ২৬ মে:  প্রবল গতিবেগে ওড়িশার (Odisha) ধামড়া বন্দরে (Dhamra Port) আছড়ে পড়ে ঘূর্ণিঝড় য়াস৷ ধামড়া উপকূলে য়াস আছড়ে পড়ার পরপরই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়৷ য়াসের ল্যান্ডফলের পরপরই দিঘায় (Digha) রাস্তার উপর প্রবল জলোচ্ছ্বাস যেমন শুরু হয়ে যায়, তেমনি স্থানীয় দোকান এবং বাড়িগুলিতে জল ঢুকে পড়তে শুরু করে৷

ল্যান্ডফলের পর আরও দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়(Cyclone) দাপট দেখাতে পারে৷ ততক্ষণ পর্যন্ত কোথায়, কী ধরনের বিপর্যয় হবে, তা নিয়ে আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছে প্রশাসন এবং এনডিআরএফের (NDRF) কর্মীরা৷

আরও পড়ুন:  Cyclone Yaas: প্রবল গতিবেগে ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় য়াস

দেখুন প্রবল জলোচ্ছ্বাসের জেরে দিঘায় কীভাবে হু হু করে জল ঢুকতে শুরু করেছে...

 

বুধবার এক সাংবাদিক  সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙে পড়েছে৷ সোনাচূড়া সহ বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়েছে৷ দিঘা থেকে সব মানুষকে সরানো হয়নি৷ দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে৷ আরও মানুষকে সরানো হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে উপকূলবর্তী এলাকারমানুষকে যাতে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রশাসনের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷