Cyclone Yaas: প্রবল গতিবেগে ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় য়াস
আছড়ে পড়ল য়াস

পুরী, ২৬ মে:  ধামড়ায় (Dhamra Port) আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) য়াস৷ ল্যান্ডফলের সময় য়াসের (Yaas) সর্বোচ্চ গতিবেগ ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার৷ য়াসের এই গতিবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে খবর৷ সকাল সাড়ে নটার মধ্যেই মারাত্মক ঘূর্ণিঝড় ওড়িশার বন্দর শহর ধামড়ায় আছড়ে পড়ে৷

ল্যান্ডফলের পরপরই ধামড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে৷ বিধ্বংসী এই ঘূর্ণিঝড় দুই থেকে আড়াই ঘণ্টা স্থায়ি হতে পারে বলে খবর৷

ধামড়ায় য়াস আছড়ে পড়ার পরপরই দিঘার (Digha) সমুদ্র উপকুলে প্রবল জলোচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে৷ ওল্ড এবং নিউ দিঘায় প্রবল জলচ্ছ্বাসের জেরে স্থানীয় এলাকা জলমগ্ন হয়ে পড়তে শুরু করে৷ ইতিমধ্যেই দিঘায় ৩ থেকে ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে শুরু করেছে৷

আরও পড়ুন:   Cyclone Yaas: য়াসের গর্জন, দিঘা থেকে ২৪০ কিলোমিটার দূরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

প্রবল জলচ্ছ্বাসের জেরে ইতিমধ্যেই ১৫ লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ য়াসের সঙ্গে ভরা কোটালের জেরে উপকূলবর্তী এলাকায় নদী বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ নামখানা, পাথরপ্রতিমা, কূলতলি, ফ্রেজারগঞ্জ, গোসাবা এই সমস্ত জায়গা জলমগ্ন৷

পূর্ব মেদিনীপুরে ভেঙেছে ৫১টি বাঁধ৷ সোনাচূড়া সহ বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়েছে৷ দিঘা থেকে সব মানুষকে সরানো হয়নি৷ দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে৷ আরও মানুষকে সরানো হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷