আচমকা ঝড়ে লণ্ডভণ্ড

নৈহাটি, ২৫ মে: ২৬ মে ধামড়ায় (Dhamra) ল্যান্ডফল হতে পারে য়াসের (Yaas)। বুধবার য়াস আছড়ে পড়ার আগে ২৫মে কয়েক মুহূর্তের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় নৈহাটি, হালিশহরের বেশ কিছু অংশ।

২৫ মে দুপুরে আচমকাই উত্তর ২৪ পরগনার নৈহাটি (Naihati) এবং হালিশহরে কয়েক মুহূর্তের ঝড় (টর্নেডো বলছেন অনেকেই) বয়ে যায়। যার জেরে নৈহাটি এবং হালিশহরের বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে। বাড়ি, ঘরের চাল উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটিও পড়ে উলটে। গাছপালা উপড়ে পড়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন:  Cyclone Yaas: ধামড়ায় সম্ভাব্য ল্যান্ডফল য়াসের, বাংলা, ওড়িশায় একযোগে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা

ঘূর্ণিঝড় (Cyclone) য়াসের ল্যান্ডফলের আগে কীভাবে আচমকা কয়েক মুহূর্তের ঝড়ে নৈহাটি এবং হালিশহর-সহ হুগলির ব্যান্ডেলে তাণ্ডব চলে, তা নিয়ে আশঙ্কায় স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে আচমকাই উত্তর ২৪ পরগনার ওই অঞ্চেল ঝোড়ে হাওয়ার দাপটে তাণ্ডব শুরু হয়ে যায়।