Cyclone Amphan: ভেঙেছে স্ক্রিনিং ডোর, তছনছ টিকিট কাউন্টার, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রো (Photo: PTI)

কলকাতা, ২৪ মে: ঘূর্ণিঝড় আম্ফানের (Cyclone Amphan) তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East west metro) অধিকাংশ স্টেশনগুলি। ভেঙে গেছে নতুন লাগানো স্ক্রিনিং ডোর। অন্তত ৫টি স্ক্রিনিং ডোর ভেঙেছে বলে খবর। এছাড়াও স্টেশনের অন্য জায়গাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ প্রতিদিনের খবর অনুয়ায়ী, বিশেষত মাটির উপরে স্টেশনগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভেঙে চৌচির টিকিট কাউন্টারও। ডিসপ্লে বোর্ড থেকে বসার চেয়ার কিছুই আস্ত নেই। এছাড়া পড়ে গেছে সিগনাল পোস্ট। ছিঁড়ে পড়েছে তার। উড়ে গেছে স্টেশনের নাম লাগানো বোর্ডও।

বালিগঞ্জ স্টেশনে লাইনেই পড়ে গেছে গাছ। মেট্রো কর্তারা জানিয়েছেন, লকডাউনের কারণে যাত্রী পরিষেবা বন্ধ ছিল তাই রক্ষে, না হলে প্রাণহানি ঘটার প্রবল সম্ভাবনা ছিল। কারণ, যেভাবে একের পর এক স্টেশনে টিনের শেড থেকে কাচ পড়েছে, তাতে অনেক যাত্রীরই গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল। আরও পড়ুন: Domestic Flight Operations: কাল নয়, বৃহস্পতিবার থেকে কলকাতা বিমানবন্দরে চালু হবে পরিষেবা

তবে ইতিমধ্যেই মেট্রো স্টেশনগুলিতে মেরামত করার কাজ শুরু হয়েছে। ঝড়ের তাণ্ডবে এলিভেটেড স্টেশনগুলি লণ্ডভণ্ড হলেও মাটির তলায় থাকা স্টেশনগুলোর বিশেষ ক্ষতি হয়নি। অবশ্য কারশেডে দাঁড়ানো ট্রেনগুলিরও অল্পবিস্তর ক্ষতি হয়েছে। সেখানকার শেডও উড়ে গেছে।