মহম্মদ সেলিম (Photo Credit: Twitter)

কলকাতা, ৩ অগস্ট: লাল শিবিরে ফের করোনার থাবা। পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম (Md. Salim) করোনায় আক্রান্ত (COVID-19 Positive)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে উদ্বিগ্ন দলীয় কর্মী, সমর্থকরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, জ্বর ও পেটের ব্যাথায় ভুগছিলেন তিনি।

আতঙ্কিত আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের (CPIM) রাজ্য সদর দপ্তর। কারণ, কিছুদিন ধরে বেশ কয়েকবার সেখানে যাতায়াত করেছিলেন তিনি। তাঁর সঙ্গে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও বৈঠক করেন। তাঁর পরিবারের সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পরীক্ষা করা হয়েছে তাঁদের। এখনও তাঁদের রিপোর্ট এসে পৌঁছয় নি। আরও পড়ুন, রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউনের তারিখ বদল, দেখে নিন নতুন তালিকা

এর আগে সিপিএমের তিন বর্ষীয়ান নেতা আক্রান্ত হয়েছেন করোনায় (Coronavirus)। প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য। তার মধ্যে অশোক ভট্টাচার্য গত মাসেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।