কলকাতা, ১৭ জুলাই: ভিন রাজ্যে বাঙালিদের (Bengali) অপমান, হেনস্থা এবং তাঁদের উপর হামলার অভিযোগে ১৬ জুলাই প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মিছিলের পর জনসভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাঙালিদের অপমান বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে কোথাও বাংলা ভাষাকে অপমান করলে, বাঙালিদের হেনস্থা করলে, বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিকদের, তার উত্তর কড়াভাবেই পাবে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলি।
প্রসঙ্গত, মহারাষ্ট্র, অসং, ওড়িশার মত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ক্রমাগত অপমান করা হচ্ছে, বাংলাভাষি শ্রমিকেদের বাংলাদেশি বলে তাড়ানো হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। যে ঘটনার জেরে তোলপাড় শুরু হলে এবার প্রতিবাদ, প্রতিরোধে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী। বাঙালিদের কোনওভাবে অপমান, অপদস্ত করা হলে, তৃণমূল কংগ্রেস সরকার কোনওভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে রেয়াত করবে না বলে স্পষ্ট জানানো হয়।
গতকালের প্রতিবাদ সভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিজেপি এবং সিপিআইএমকে জগাই মাধাই, দুই ভাই বলে কটাক্ষ করেন তিনি। এমনকী শূণ্য থেকে মহাশূণ্যে পৌঁছেও সিপিএমের কোনও লজ্জা নেই বলে মন্তব্য করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সিপিএমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মুখ খুললে, তার পালটা জবাব এবার দিলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বাম নেতা বলেন, 'মুখ্যমন্ত্রী মিছিল করলেন, বামেদের বিরুদ্ধে অভিযোগ করলেন কিন্তু বললেন না, আমিই অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলাম। বললেন না, আমি ২০০৩ এ নাগরিকত্ব আইনের বিরোধিতা করিনি। বামেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ১৪ বছরে কিছু করেননি কেন! উনি কী বামেদের কাছে থেকে টাকা খেয়েছেন!?'
দেখুন কী কী প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী...
মুখ্যমন্ত্রী মিছিল করলেন,
বামেদের বিরুদ্ধে অভিযোগ করলেন
কিন্তু বললেন না,
আমিই অনুপ্রবেশকারী বলে
কাগজ ছুঁড়েছিলাম।
বললেন না,
আমি ২০০৩ এ নাগরিকত্ব আইনের
বিরোধিতা করিনি।
বামেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে
১৪ বছরে কিছু করেননি কেন!
উনি কী বামেদের কাছে থেকে
টাকা খেয়েছেন!? pic.twitter.com/HSKe8SFoLD
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) July 17, 2025
অর্থাৎ ১৬ জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী যখন বামেদের ৩৪ বছরের সরকার এবং তাদের নানা নীতি এবং কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন, তার পালটা জবাব দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী।