কলকাতা, ১৬ জুলাই: ওড়িশা, অসম, মহারাষ্ট্রের মত বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষিদের যে হেনস্থার অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে বুধবার তীব্র প্রতিবাদে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষিদের হেনস্থা, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সভা করেন মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, 'এই বিজেপি জেনে রাখ, খেলা হবে। কে কী খাবে, কে কী পরবে, কে কোন ভাষায় কথা বলবে, তা তোমরা ঠিক করবে? কে সিঙ্গাড়া খাবে না সামোসা খাবে, কে জিলেপি খাবে না ধোসা খাবে না ইডলি খাবে না কেউ ছানার রসগোল্লা খাবে, এটা তাঁদের ঠিক করতে দাও। নাক গলানোর মাস্টার। বড় নেতাদের থেকে ছোট নেতাগুলো বেশি হয়ে গিয়েছে। ইডি, এজেন্সির হাত থেকে বাঁচার জন্য।'
আরও পড়ুন: Mamata Banerjee: হাতিবাগান সার্বজনীনের পুজো উদ্বোধনে হাজির মমতা, দেখুন ভিডিয়ো
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সিপিএমের লজ্জা, শরম নেই। শূণ্য হয়ে গিয়েও মহাশূণ্যে গিয়েছে। ওরা স্বপ্ন দেখছে, কেশপুর, গড়বেতায় হত্যা করবে। আবার কৃষক, শ্রমিকদের মারবে বলে স্বপ্ন দেখছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জগাই মাধাই, হয়েছে সব ভাই ভাই। ভোটার তালিকা যখন তৈরি হবে, তখন অফিস কামাই করে দেখে আসবেন যাতে নাম না কাটা হয়।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'বাংলার লোকদের ডিটেনশন ক্যাম্পে রাখলে, বাংলার মানুষও বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে রাখবে। হকার, মজদুর থেকে সমস্ত মানুষকে সম্মান করি। কিন্তু বাংলাকে অপমান করতে বাংলার মানুষকে কখনও বাংলাদেশি বলা হচ্ছে। আবার কখনও রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলাকে বাংলাদেশ কীভাবে বানানো যায়? বাংলাদেশ আলাদা একটি দেশ। আর আমরা পশ্চিমবঙ্গকে নিরাপত্তা দেব। বাংলাকে নিরাপত্তা দেব। তাই বলে এই নয় যে বাংলায় কথা বললেই তিনি বাংলাদেশি হয়ে যাবেন' বলে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিজেপি জেঞ্জারস। আর এখন সুপার ডেঞ্জারাস হয়ে গিয়েছে।' কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেও কটাক্ষ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।
তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, ২১ জুলাইয়ের আগে এই সভা করার কারণ হল, যখন ডেঞ্জারাস কিছু হয়, তখন পালটা জবাব দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'মারবও না, কাটবও না। ভাষা বিকৃত করবও না। আমরা মানুষের ভাষায় কথা বলি। যদি না থামেন, তাহলে আগামী দিনে থামার জন্য কী করতে হয়', তা মানুষ বুঝে নেবেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অত্যাচার হলে, উত্তরপ্রদেশে অত্যাচার হলে, উত্তর-পূর্বে অত্যাচার হলে সব জায়গায় যেমন প্রতিবাদ হবে, এখানেও তেমনি প্রতিবাদ হবে বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। মুখ্যনমন্ত্রী আরও বলেন, বাংলা আমাদের দখলে থাকবে। আগামী দিনে দিল্লিও দখল করবে ইন্ডিয়া জোট।