কলকাতা, ২ জুলাই: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৬৪৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮১৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৯৯ জনের। আজ সুস্থ হয়েছেন ৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৭ জন। সুস্থতার হার ৬৫.৭৮ শতাংশ।
এদিকে এবার করোনা হানা সরাসরি রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে। করোনা আক্রান্ত হলেন নবান্নের এক আইএএস অফিসার। ভূমি দফতরের যুগ্ম সচিব শামা পারভিনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে ওই অফিসারের চেম্বার। জুন মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন নবান্নের চার গাড়িচালক। ওই চার জনের মধ্যে তিন জনই বসেন নবান্নের চোদ্দ তলায়। আরও পড়ুন: Army Brigadier Died Of Coronavirus: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনা অফিসারের
বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতে থাকার পর শুক্রবার তিনি প্রথম নবান্নে আসেন। দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। শনিবার তাঁর জ্বর আসে। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমার পর সোমবার শামা পারভিনের করোনা টেস্ট হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।