কলকাতা, ১ অগস্ট: রাজ্যে একদিনে করোনাভাইরাসে (Coronavirus) রেকর্ড সংক্রমণ। শুক্রবারের শেষ বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৪৯৬।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৪৫। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৭০ হাজার ১৮৮। এখনও পর্যন্ত করোনায় ১ হাজার ৫৮১জনের মৃত্যু। এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ২০ হাজার ২৩৩। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৬৮.৯২ শতাংশ।
একদিনে সংক্রমণের নিরিখে কলকাতার কাছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৭০ও মৃত ২১। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৬৪৪ ও মৃত ১৩। যদিও প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ছে। ফলে সংক্রমণের সংখ্যা বাড়ছে। এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। সংক্ৰমণ রুখতে ইতিমধ্যে আগামী অগস্ট মাসের অধিকাংশ সপ্তাহে দু'দিন করে রাজ্যজুড়ে কড়া লকডাউন। আরও পড়ুন, কলকাতায় করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৩৭৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ২০ হাজার ২৩৩ জনের। সুস্থ হয়ে ওঠার হারে অবশ্য কেন্দ্রের মাত্রাকে ছাপিয়ে গিয়েছে রাজ্য। বাংলায় করোনা মুক্তির হার ৬৮.৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ১ হাজার ৫৮১ জন করোনার বলি হলেন।
গতকাল করোনায় (COVID-19) আক্রান্ত হয়ে আরও এক কলকাতা পুলিশ (Kolkata Police) অফিসারের মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে মৃত চিৎপুর থানার এএসআই তপন চন্দ্র কুমার (Tapan Chandra Kumar)। ২৪ তারিখ থেকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।