Coronavirus In West Bengal: মালদায় করোনা আক্রান্ত আজমের থেকে ফেরা ৪ জন, হুগলিতে আক্রান্ত আরও ১
Coronavirus in India | (Photo Credits: PTI)

মালদা, ৯ মে: মালদায় (Malda) আরও চারজনের শরীরে করোনা (Coronavirus) সংক্রমণ। রাজস্থানের আজমের (Ajmer) থেকে বিশেষ ট্রেনে কয়েকদিন আগেই মালদা ফেরেন তাঁরা। অন্তত ২০ জন সরকারি আধিকারিক তাঁদের সংস্পর্শে আসেন। ওই আধিকারিকদের প্রত্যেককে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মালদায় ৭ জন করোনা আক্রান্ত। বুধবার সকালে রাজস্থানের আজমের শরিফ থেকে ২৪০ জন এলাকায় ফেরেন। মালদা জেলাতে ঢোকার পরেই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা হয়। শুক্রবার রাত আটটায় যে ৯৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ।

জানা গেছে,, আক্রান্ত ওই চারজন মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা। চারজনের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে আক্রান্ত ওই চারজনকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিক চারজন সংস্পর্শে আসা লোকজনের খোঁজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মানিকচক ও রতুয়াকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। আরও পড়ুন: Migrant Workers Protest in Surat: সুরাতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

হুগলি জেলায় আরও এক করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল৷ এবার কোন্নগর৷ কোন্নগরের ১১ নম্বর ওয়ার্ডে এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পজিটিভ৷ ওই ব্যক্তি হাওড়ায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন৷