কলকাতা, ২৫ অগস্ট: করোনায় (COVID-19) আক্রান্তের সংখ্যা কমছে বাংলায়। শুধু তাই নয়, যত জন আক্রান্ত হচ্ছেন তার চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন, ২ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২৫১ জন। যা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসক মহলের অনেকে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে রাজ্যে ৫৮ জনের মৃত্যু হয়েছে।
গত তিন দিনের মতো এদিনও নতুন সংক্রামিতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। যার জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও। কলকাতায় গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪১ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ৫৯০। মৃত্যুর নিরিখেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই সল্টলেক থেকে সন্দেশখালি পর্যন্ত বিস্তৃত এই জেলায় করোনায় মারা গিয়েছেন ১৮ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। প্রসঙ্গত গতকালই প্রশাসনিক বৈঠকে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলির লাগামছাড়া সংক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন, 'রবীন্দ্রনাথ আমার কাছে কোনও ব্যক্তি না, এক আবেগের নাম', কবিগুরুকে 'বহিরাগত' মন্তব্যের তীব্র বিরোধিতা প্রাক্তন বোলপুর সাংসদ অনুপম হাজরার
সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases In India) হলেন ৬০ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ লাখ ৬৭ হাজার ৩২৪ জন। এরমধ্যে সংক্রামিত ৭ লাখ ৪ হাজার ৩৪৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন। এখনও পর্যন্তে দেখে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৫৮ হাজার ৩৯০ জন। মহামারী করোনায় ধারাবাহিকভাবে করোনা বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে সোমবার করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে কম। মুম্বইয়েও গতকাল করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক কম।