Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৭৫, মৃতের সংখ্যা ছাড়াল ৬০০
Coronavirus (Photo: PTI)

কলকাতা, ২৫ জুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত ৪৭৫। রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ১৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ হাজার ৬৪৮। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৬০৬। রাজ্যে এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ৪ হাজার ৮৫২। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৯০ জন। আজ সুস্থ হয়েছেন ৪৮৮ জন। রাজ্যে সুস্থতার হার ৬৫.১২ শতাংশ।

করোনায় আক্রান্ত বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের এক দন্ত চিকিৎসক। সংক্রমণ রুখতে হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আরও পড়ুন: Coronavirus in India: দেশে করোনাভাইরাসে সুস্থতার হার বেড়ে ৫৭.৪৩ শতাংশ

দেশে করোনাভাইরাসে (Coronavirus) সুস্থতার হার (Recovery Rate) বেড়ে দাঁড়াল ৫৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সারা দেশে ২ লাখ ৭১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছেন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry Of Health and Family Welfare)। সারা দেশে বর্তমানে ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জনের চিকিৎসা চলছে। দেশে ১ লাখ জনসংখ্যায় আক্রন্তের সংখ্যা ৩৩.৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে বিশ্বে ১ লাখ জনসংখ্যায় ১২.২১ জন করোনায় আক্রান্ত।