নতুন দিল্লি, ২৫ জুন: দেশে করোনাভাইরাসে (Coronavirus) সুস্থতার হার (Recovery Rate) বেড়ে দাঁড়াল ৫৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সারা দেশে ২ লাখ ৭১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছেন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry Of Health and Family Welfare)। সারা দেশে বর্তমানে ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জনের চিকিৎসা চলছে। দেশে ১ লাখ জনসংখ্যায় আক্রন্তের সংখ্যা ৩৩.৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে বিশ্বে ১ লাখ জনসংখ্যায় ১২.২১ জন করোনায় আক্রান্ত।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ১ লাখ জন সংখ্যায় ১.০৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বিশ্বে এই সংখ্যা ৬.২৪ জন। গতকাল পর্যন্ত ICMR সারা দেশে ৭৫ লাখ করোনা টেস্ট করেছে। গতকালই টেস্ট হয়েছে ২ লাখ। আরও পড়ুন: IIT-Bombay Scraps Face-to-Face lectures: করোনার থাবায় পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অফলাইন ক্লাস বাতিল আইআইটি বম্বের
স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লখ ৭৩ হাজার ১০৫ জন। সব চেয়ে বেশি আক্রান্ত মহাারাষ্ট্রে। সেখানে করোনা আক্রান্ত ১ লাখ ৪২ হাজার জন। যদিও কয়েকদিনে দিল্লিতে করোনা আক্রন্তের সংখ্যা হু হু করে বেড়েছে।