Coronavirus Cases in West Bengal: রাজ্যে নিম্নমুখী করোনার সংক্ৰমণ, উত্তর ২৪ পরগনায় মৃত্যুসংখ্যা শূন্য
ফাইল ছবি

কলকাতা, ১২ জুলাই: গত কয়েক সপ্তাহে আশা জাগিয়ে কমছে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। রাজ্যে নিম্নমুখী করোনার সংক্ৰমণ (COVID-19)। আশা জাগিয়ে আরও খানিকটা কমল মৃত্যুসংখ্যাও। রাজ্য স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। মারণ ভাইরাসের বলি ১১। তবে, উত্তর ২৪ পরগনায় আজ মৃত্যুসংখ্যা শূন্য।

তবে উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্তের সংখ্যা এখনও শীর্ষে। সেখানে ৯৯ জন সংক্রমিত। এরপরই রয়েছে পাহাড় দার্জিলিং। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১৭, ৯২৭ জন। রাজ্যে ১৪, ৮০, ৫৫৬ জন মোট কোরনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৮৫ শতাংশ। আরও পড়ুন, সুস্থতার হার ছাড়াল ৩ কোটির গণ্ডী, নতুন সংক্রামিত ৩৭,১৫৪ জন

এদিকে দেশেও নিম্নমুখী সংক্রমণ। রবিবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩৭ হাজার ১৫৪ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৩৯ হাজার ৬৪৯ জন৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭২৪ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৪ লাখ ৫০ হাজার ৮৯৯৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৮ হাজার ৭৬৪ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৭ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৫০১ জন৷