Coal Scam Case: কয়লা পাচার মামলায় ৮ আইপিএস অফিসারকে ইডির সমন
Coal Scam (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১১ অগাস্ট: কয়লা পাচার মামলায় (Coal Scam Case) এবার ৮ আইপিএস অফিসারকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবার এই ৮ জন আইপিএস অফিসারকে সমন পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে। আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রাও, এস সেলভামুরুগান, শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ কুমার জৈন এবং তথাগত বসু  রয়েছেন ইডির সমনের তালিকায়। ২১ থেকে ৩১ অগাস্টের মধ্যে কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গের এই ৮ জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

রিপোর্টে প্রকাশ, যে সমস্ত এলাকা থেকে কয়লা পাচার হত, আইপিএস অফিসারদের কয়েকজন (যাঁদের সমন পাঠানো হয়েছে) সেখানে কর্মরত। সবকিছু জানা সত্ত্বেও ওই আইপিএস অফিসাররা কেন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ করেননি, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ইডি সমন পাঠিয়েছে বলে খবর।

আরও পড়ুন:  Rajasthan Shocker: মেয়ের বিয়ে বাতিল করায় বাবার নাক কাটল পাত্র পক্ষ, ভয়াবহ ঘটনা

অবৈধভাবে কয়লা পাচারের সঙ্গে কারা যুক্ত, সে বিষয়ে সব জানা সত্ত্বেও আইপিএস অফিসাররা কোনও পদক্ষেপ কেন করেননি, সে বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে।