Photo Credit: ANI Twitter

নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সারা দেশের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) মন্ত্রী (Minister) ও বিধায়ক (MLA) অখিল গিরি (Akhil Giri)। রবিবার এই বিষয়ে অখিল গিরির নামে দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে (North Avenue police) একটি এফআইআর (FIR) দায়ের করলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) সাংসদ (MP) লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পাশাপাশি অখিল গিরির মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করে লকেট চট্টোপাধ্যায় এই বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ও ভারতীয় দণ্ডবিধি (IPC) এবং তফশীলি (Scheduled Castes) ও উপজাতি আইন (Scheduled Tribes Act) অনুযায়ী এফআইআর (FIR) দায়ের করার অনুরোধ জানিয়েছেন।

হুগলির বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় চান, বিতর্কিত মন্তব্য করার জন্য মমতা ব্যানার্জী অখিল গিরিকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিন। পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মুর কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চান।

থানায় এফআইআর দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া উচিত। অখিল গিরি তাঁর মন্ত্রিসভার একজন মন্ত্রী। মমতার উচিত তাঁকে এখনই বরখাস্ত করা। এবং তাঁর উচিত দিল্লি এসে এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া। তাঁরা তফশীলি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য প্রকাশ্যে অনেক ধরনের কথা বলেন। কিন্তু, তাঁদের মন্ত্রীদের আসল মনোভাব এভাবেই প্রকাশ পায়।