CM Mamata Rath Yatra Video : ইসকনের রথ যাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিয়ো

কলকাতা: ইসকন রথযাত্রায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে রথ উৎসব পালন করছে ইস্কন কর্তৃপক্ষ। মিন্টো পার্কের কাছে ৩C,অ্যালবার্ট রোডের (উত্তম কুমার সরণি) ইসকন মন্দির থেকে রথযাত্রার (Rath Yatra) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এবারের কলকাতা রথ যাত্রার থিমেও রয়েছে বিশেষ চমক।

দেখুন টুইট

ইস্কন-এর প্রধান অনঙ্গ মোহন দাস মহারাজ জানান, এই বছর কলকাতা রথ যাত্রার থিম ‘মানসিক শান্তি’। বিশ্বব্যাপী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইসকন ভক্তরা কীভাবে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব সে সম্পর্কে জনসাধারণকে অবহিত করবে। ইসকনের লক্ষ্য হল, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করা এবং তাঁদের শান্তির দিকে পরিচালিত করা।

দেখুন টুইট