আগামী বছরেই জনসাধারণের জন্য খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তিনদিনের দীঘা সফরে গিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার মন্দিরের কাজ কতদূর এগোলো, সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্দির পরিদর্শনের পর তিনি জানান, "কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে মন্দির তৈরি হয়ে যাবে"। সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দির। প্রসঙ্গত, দীঘা সমুদ্র সৈকতের কাছে ২০ একর জমির ওপর নির্মিত হচ্ছে এই জগন্নাথ মন্দির।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ইতিমধ্যেই মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে। কাঠের মূর্তি বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বাকি জিনিসগুলি তৈরি হয়ে যাবে। আমরা কারোর সঙ্গে তুলনা করব না। তবে দীঘার মন্দিরের জায়গাটা অনেকটাই বেশি। ওই মন্দির দীর্ঘদিনে। রাজা-রাজরা তৈরি করেছেন। আর এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তৈরি হচ্ছে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে পাওয়া যাবে গজা, গুজিয়া। মন্দির উদ্বোধনের ৪৮ ঘন্টা আগে শুরু হবে পুজো"।