হিথরো এয়ারপোর্টে (Heathrow Airport) অগ্নিকাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লন্ডনযাত্রার সফরসূচি খানিকটা বদল হয়েছে। শনিবার সকাল ৯টা ১০-এ যাওয়ার কথা থাকলেও এদিন সন্ধের দিকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন মুখ্যমন্ত্রী। আজ রাত ৮টার দিকে বিমানে উঠেছেন তিনি। দুবাই হয়ে ২৩ মার্চ সকাল ৭টা নাগাদ লন্ডনের হিথরো এয়ারপোর্টে নামবেন তিনি। সময়সূচি বদলের কারণে ঠাসা কর্মসূচি থাকতে চলেছেন তাঁর। তবে তাঁর অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্সের।

লন্ডন যাত্রার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী

এদিন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, আমাদের সকালে বিমান ছিল, কিন্তু তা বাতিল হওয়ার কারণে অনেকটাই সমস্যা হয়েছে। যেহেতু ঠাসা কর্মসূচি রয়েছে তাই জন্যই যেতে হচ্ছে। সবমিলিয়ে চার-পাঁচদিন সময় রয়েছে। এরমধ্যে দুদিন যাতায়াতেই লাগবে। হোল নাইট জার্নি করতে হবে। আসার দিনও মাঝরাতে কলকাতায় ফিরব আমরা।

দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা মমতার

রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দেন, "আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। কোনও সমস্যা হলে আমি দেখে নেব। এই ক'দিন আমি থাকব না ঠিকই, কিন্তু যোগাযোগে থাকব। সকলে ভালো থাকবেন"।