নন্দীগ্রাম, ১০ মার্চ: নন্দীগ্রামে (Nandigram) গিয়ে পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেই কারণে আজই তিনি কলকাতায় ফিরছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন।

এদিন হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর রেয়াপাড়ার একটি মন্দিরে পুজো দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। তিনি সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে ধাক্কা মারে।

মমতা আরও দাবি করেন, সেই সময় স্থানীয় কোনও পুলিশ উপস্থিত ছিল না। ছিলেন না পুলিশ সুপারও। আজ রাতে নন্দীগ্রামেই তাঁর থাকার কথা ছিল। কিন্তু, চোটের কারণে আজই কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী।