কলকাতা, ২৩ সেপ্টেম্বর: NRC নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) -র সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে এনআরসি নিয়ে দিদির গলায় কিছুটা নরম সুর ধরা পড়লেও, এই ইস্যুতে ফের মমতা ফিরলেন আক্রমণাত্মক মেজাজে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ''দয়া করে আমার ওপর আস্থা রাখুন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। পাশাপাশি মমতার অভিযোগ, NRC আতঙ্কে রাজ্যের ৬জনের প্রাণ গিয়েছে।''
NRC-র পাশাপাশি যাদবপুর কাণ্ডেও বিজেপিকে ঘুরিয়ে আক্রমণ করেন মমতা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএনটিটিইউসি (INTTUC) -র সভায় বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে মমতা বললেন, '' শিল্পাঞ্চলের সাংসদ অথচ শিল্পের জন্যই কিছু করছে না।'' বিজেপি সব জায়গাতেই ওরা গায়ের জোর দেখিয়ে যায় বলেও অভিযোগ মমতার। তৃণমূল সুপ্রিমো বলেন, ''যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখলেন তো কী হল! আসানসোলে বাবুল সুপ্রিয়কে ভোট দিয়েছিলেন তো! ওরা সব জায়গাতেই গায়ের জোর দেখিয়ে যায়।" আরও পড়ুন-রাজীব কুমারের খোঁজে তল্লাশি জারি, প্রাক্তন নগরপালের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ CBI-র
West Bengal CM Mamata Banerjee: I am sad that 6 people have died in Bengal due to panic created over National Register of Citizens (NRC). We will never allow NRC here. Please have faith in me. pic.twitter.com/5pIaXYP0U3
— ANI (@ANI) September 23, 2019
এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও মমতা অভিযোগ করেন। পোস্ট অফিস, ব্য়াঙ্কিং সেক্টর সবক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ''অন্যায়ভাবে ব্যাঙ্কগুলিকে সংযুক্তি করে গোটা সেক্টরটাই ঘেঁটে দিচ্ছে কেন্দ্র।''এমন কথাও বললেন মমতা। তবে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ যে বার্তাটা মমতা দেন তা হল, কর্মচারীদের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার পরামর্শ। মমতা বলেন, ''নিজেরা সরাসরি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিরোধিতা না করতে পারলেও, বন্ধুবান্ধব-আত্মীয়দের দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন।" সবাইকে নিয়ে একসঙ্গে লড়ার কথা জোর দেন দিদি।
ক দিন আগে NRC ইস্যুতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবি জানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম । আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দিলীপ ঘোষ কে গ্রেফতার করা উচিত। এই মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে জলপাইগুড়ি রবীন্দ্রভবনের মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করলেন এই সিপিএম নেতা।