Cyclone Amphan: ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্ধ বিদ্যুৎ পরিষেবা
Photo Source: ANI/Twitter

কলকাতা, ২০ মে: আশঙ্কাই সত্যি হল! ভয়ঙ্কর রূপে রাজ্যে আছড়ে পড়ল আম্ফান (Cyclone Amphan)। রাস্তায় রাস্তায় উপচে পড়েছে গাছ, ট্রাফির সিগনাল। তছনছ কলকাতা-সহ ৭ জেলায়। বিকেল ৬টায় ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইছে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা। রাজ্যজুড়ে রীতিমত চলছে ধ্বংসলীলা। কলকাতার বেশ কয়েকটি জায়গায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যহত।  আরও পড়ুন: Cyclone Amphan Update In Kolkata: উপকূলে আছড়ে পড়েই তাণ্ডবে মত্ত আম্ফান ঘূর্ণিঝড়, কলকাতায় চলছে ধ্বংসলীলা 

ক্যামাক স্ট্রিট, আলিপুর, শ্যামবাজার, সাদার্ন অ্যাভিনিউ, টালিগঞ্জ, গোলপার্ক, ময়দান-সহ কলকাতার প্রায় ২৭টি জায়গায় গাছ পড়ে তছনছ কলকাতা। শহরের পাশাপাশি শহরতলিতেও উপড়ে পড়েছে গাছ। কলকাতা থেকে যদিও এখনও ৮০ কিলোমিটার দূরে রয়েছে আমফান। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতায় আরও ১ ঘণ্টা চলবে ঝড়ের দাপট।

ইতিমধ্যেই আম্ফানের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উড়ে গিয়েছে গাছের চাল। উপকূল এলাকায় বেড়েছে সমুদ্রের জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই হাওড়ায় ১৩ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে।হাওড়ায় ভেঙেছে প্রায় ৯০০ টি কাঁচাবাড়ি। এছাড়া মিনাখাঁয় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বসিরহাটে এক যুবকের মৃত্যু।