মমতা ব্যানার্জি. Photo Source: ANI/Twitter

কলকাতা, ১১ নভেম্বর: রাজ্যে শিক্ষকের শূন্যপদ ১৬,৫০০। আজ সাংবাদিক বৈঠকে, আগামী দু'মাসের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি জানান, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট  (TET) পাশ করেছে। শূন্যপদ ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নতুন করে টেট হবে বলেও জানান তিনি।

এ দিন নবান্নতে মুখ্যমন্ত্রী বলেন,''প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।'' আগামী দু'মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।'' আরও পড়ুন, ২০২১-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় টেস্ট পরীক্ষা নয়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন,''অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয় টেট পরীক্ষার আবেদন পড়েছে আড়াই লক্ষ। প্রাথমিক শিক্ষক পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেবে।''

করোনায় (Coronavirus) লকডাউনের কারণে শিক্ষাব্যবস্থা সবথেকে ক্ষতিগ্রস্ত। তাই কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik & HS Examination 2021) পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।