Madhyamik & HS Examination 2021: ২০২১-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় টেস্ট পরীক্ষা নয়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পরীক্ষা (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১১ নভেম্বর: করোনায় (Coronavirus) লকডাউনের কারণে শিক্ষাব্যবস্থা সবথেকে ক্ষতিগ্রস্ত। তাই কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik & HS Examination 2021) পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।

করোনা সংক্রমণের কারণে, গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল। অনলাইনের মাধ্যমে চলছে স্কুলের পঠনপাঠন। এই পরিস্থিতিতে আগামী বছরের যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের টেস্ট পরীক্ষার কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে বলে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনার কারণে চলতি বছর কয়েকটি বিষয় বাকি থাকতেই স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। আরও পড়ুন, বিহার বিধানসভায় এনডিএ-র জয়জয়কার, মুখ্যমন্ত্রী থাকছেন নীতিশ কুমার; জানালো বিজেপি

দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় খোলা যায়নি বিদ্যালয়। তাই অপেক্ষা না করে পরে সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বলা হলেও, পরবর্তীতে বাকি পরীক্ষা বাতিল করা হয়। গড় নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সেভাবেই ভর্তি নেওয়া হয় কলেজগুলিতেও।