কলকাতা, ২১ মার্চ: বালিগঞ্জের বাসিন্দা লন্ডন ফেরত করোনা আক্রান্তর পরিবারেও দেখা দিল করোনাভাইরাসের (Coronavirus) উপসর্গ। তড়িঘড়ি রাজারহাটের হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরিত করা হয় সেই ৪ জনকে। গতকালই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট মেলে বালিগঞ্জের তরুণের। বৃহস্পতিবার বেলেঘাটা আইডিতে (Beleghata ID) ভর্তি করানো হয় তরুণকে। রিপোর্ট পজিটিভ আসার পরই পরিবারের চার সদস্যকে রাজারহাটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু এবার পরিবারেও উপসর্গ দেখা দেওয়া বেলেঘাটায় স্থানান্তরিত করা হল।
অন্যদিকে বেলেঘাটা আইডি-তে উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালেরই সাফাই কর্মী। জানা গেছে ওই সাফাই কর্মী দুই করোনা আক্রান্ত রোগীর ঘর সাফাই করেছিলেন। এদিন কাজ করতে করতে হঠাৎই অসুস্থবোধ করেন তিনি। এরপর নিজেই অসুস্থতার কথা জানান কর্তৃপক্ষকে। অসুস্থতার কথা জানতে পেরেই তড়িঘড়ি ভর্তির সিদ্ধান্ত নেয় হাসপাতাল। বেলেঘাটা আইডির আইসোলেশন বিভাগেই ভর্তি করা হয়েছে তাঁকে।আরও পড়ুন, কলকাতায় তৃতীয় করোনাভাইরাসে আক্রান্তের হদিশ, বেলেঘাটা আইডিতে ভর্তি হাবড়ার তরুণী
এদিকে আজ কলকাতায় হদিশ মেলে তৃতীয় করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের। তরুণীর বাড়ি হাবড়ায় (Habra)। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে। ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে বাড়ানো হয়েছে বেড সংখ্যা।