কলকাতা, ১৫ জুন, ২০১৯: রাজ্যে ফের রাজনৈতিক হিংসায় মৃত্যু। মুর্শিদাবাদের ডোমকলে (Domkal)খুন হলেন তিন তৃণমূলকর্মী। ভোটের আগে থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ভোটের আগেই তৃণমূল নেতা (TMC Leader)আলতাব খুন হন। ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া নেতার বাড়ি ঘিরে গুলি ও বোমাবাজি চলে। নেতার ছেলে-দাদা ও এক প্রতিবেশীকে খুন করা হয়। অভিযোগ, জেল থেকে ছাড়া পেয়ে আলতাবের খুনিরা এই হামলা চালিয়েছে।
ডোমকলের কুচিয়ামোড়ের বাসিন্দা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ আলতাব শেখ খুন হন ভোটের আগে। দুষ্কৃতীরা গ্রেফতারও হন। তারাই কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছে। আরও পড়ুন, অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, জারি হল High Alert
এই হামলার পিছনে তারাই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আলতাবের বাড়ি ঘিরে বোমাবাজি ও গুলিতে নিহত হয়েছেন কর্মাধ্যক্ষের ছেলে সোহেল রানা, দাদা খাইরুদ্দিন মণ্ডল ও প্রতিবেশী রহিতুল শেখ। নিহত তিনজনই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। সোহেলের বাবা আলতাব শেখ পঞ্চায়েত কর্মাধ্যক্ষ ছিলেন।