প্রতীকী ছবি (Photo Credits: IANS)

আবারও নারী নির্যাতনের ঘটনায় কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। জানা যাচ্ছে, এক বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্ক রেখে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ওই যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন ওই নির্যাতিতা। জানা যাচ্ছে, প্রায় দুই বছর ধরে মহিলার সঙ্গে সহবাস করেছিল ওই সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীকালে সে যখন বিয়ের জন্য চাপ দিতে থাকে তখনই পরিস্থিতি বিগড়ে যায়। মহিলা এমনিতে যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল, ফলে সে সেই বিয়ে থেকে বেরিয়ে আসতে চেয়েছিল।

আর তারপরেই শুরু হয় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি। এরমধ্যে আবার ওই মহিলার স্বামীও বিষয়টি জেনে যায়। তারপরেই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে ওই যুবকও সোশ্যাল মিডিয়ায় মহিলার সঙ্গে অশ্লীল অবস্থায় থাকা একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল করে। আর তারপরেই বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। যদিও দিনকয়েক আগে অভিযোগ জানানোর পরেও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি বলে দাবি করছেন নির্যাতিতা। অন্যদিকে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৬৯ ও ৭৭ ধারায় মামলা রুজু করেছে।