Chetla Agrani Durga Puja 2025: এবার পুজোতেও ভিড় টানছে চেতলা অগ্রণী ক্লাব। এক কোটি ২৬ লক্ষ রুদ্রাক্ষ দিয়ে সাজানো অমৃতকুম্ভের সন্ধানের থিমের চেতলার এই পুজো দেখার জনসুনামি দেখা যাচ্ছে। সপ্তমীর সন্ধ্যা থেকে রাত, চেতলা অগ্রণীতে বাড়ছে মানুষের ঢল। লম্বা লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। গত বছর কলকাতা পুলিশের হিসাবে চেতলা অগ্রণীর দর্শকসংখ্যা ছিল এক কোটির বেশি। এবার সেটা ছাপিয়ে যেতে পারে। বিখ্যাত লেখক সমরেশ বসুর জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানাতে এবারের থিম ‘অমৃতকুম্ভের সন্ধানে’।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মোট ৫টি দেশ থেকে রুদ্রাক্ষ জোগাড় করে প্রস্তুত হয়েছে মণ্ডপ
এবার এই পুজোর বিশেষ আকর্ষণ হল প্রায় ১ কোটি ২৬ লাখ রুদ্রাক্ষ দিয়ে তৈরি মণ্ডপ, যা এসেছে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে। বাংলার পাঁচ জেলার ২০০ জন শিল্পী বহুদিনের পরিশ্রমে এই অনন্য শিল্পকর্ম গড়ে তুলছেন। এই থিমে ধরা পড়ছে বাংলা ও বাঙালির কিছু নীরব প্রতিবাদের ভাষা, যা শিল্পীর তুলিতে মণ্ডপে প্রাণ পাচ্ছে। আরও পড়ুন- সল্টলেকে হাজির দুবাই, মায়ের গায়ে ১২৩ কেজির আসল সোনার গয়না!
দেখুন চেতলা অগ্রণীর পুজোর ভিডিও
CHETLA AGRANI Durga Puja is a prominent Puja event in Kolkata. The Theme is "Amrit Kumbher Shodhane" (In Search of Nectar), which creatively depicts the scene of SAMUDRA MANTHAN, where a huge SHIVALINGA made of more than three crore Rudraksha beads is created.
Jai Mata Di 🙏🙏 pic.twitter.com/TR9WI86yTx
— Manajit Sinha (@MonojitSinha11) September 29, 2025
মনমুগ্ধ করা প্রতিমা
Best till now 😍
📍Chetla agrani club pic.twitter.com/sdx4F0HJEx
— Sagorika 🥱 (@sag0rika) September 28, 2025
মণ্ডপের থিমের পিছনের গল্প
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে শুরু করে বেনারস ও উত্তরকাশীর মতো আধ্যাত্মিক স্থানের সংগ্রহে গড়ে উঠেছে বিশাল রুদ্রাক্ষের ভাণ্ডার।
দেখুন মণ্ডপের ভিডিও
Chetla Agrani
Durga Puja in Kolkata is peak art and creativity https://t.co/1HPmh1lNoP pic.twitter.com/b04Tpe252J
— dumbfuck juice 🧃 (@superhot002) September 28, 2025
পুরাণ মতে, ত্রিপুরাসুর বধের সময় মহাদেব রুদ্রের চোখ থেকে ঝরে পড়া জলের ফোঁটা থেকেই রুদ্রাক্ষের জন্ম। সেই পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে চেতলা অগ্রণীর এবারের পুজোমণ্ডপ।