Salt Lake IB Block Puja 2025. (Photo Credits: X)

Salt Lake IB Block Puja 2025: গত কয়েক বছর ধরেই কলকাতার পুজোর আকর্ষণ সল্টলেক অবধি প্রসারিত হয়েছে। সল্টলেকের নানা ব্লকের পুজো এখন কলকাতার দুর্গাপুজোর (Durga Puja 2025) 'মাস্ট ওয়াচ'তালিকায় ঢুকে পড়েছে। কলকাতার মত জায়গার অভাবে না ভুগে, বড় মাঠে চোখধাঁধঝানো পুজো করছে সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজোকমিটিগুলি। এবার সল্টলেকের আইবি ব্লক দুর্গা উৎসব কমিটির চলতি বছরের থিম 'দুবাই দুর্গে দুর্গা' (যা দুবাইয়ের সাতটি বিস্ময়কর ল্যান্ডমার্কের অনুপ্রেরণায় তৈরি, যেমন বুর্জ খলিফা, দুবাই ফ্রেম ইত্যাদি)। বুর্জ খলিফা সহ গোটা দুবাই হাজির সল্টলেক আইবি ব্লকে। এই পুজো সবার নজর কাড়ছে।

দেখুন মণ্ডপের চোখধাঁধানো লাইটিংয়ের ভিডিও

৪২ মিটার উঁচু বুর্জ খলিফার রেপ্লিকা করা হয়েছে সল্টলেকের আইবি ব্লকের পুজো। পান্ডেলে দুবাই ফ্রেম, বুর্জ আল আরব, আতলান্তিস দ্য পাম এবং দুবাই ফাউন্টেনের মডেল রয়েছে। এটি 'মিনি দুবাই' নামে ভাইরাল হয়েছে। দুর্গা প্রতিমায় ১২৩ কেজি আসল সোনার গয়না ব্যবহার করা হয়েছে, যা থিমের গ্ল্যামার যোগ করেছে। প্রতিমা ঐতিহ্যবাহী বাঙালি শৈলীতে তৈরি, কিন্তু দুবাইয়ের আধুনিকতার সঙ্গে মিলিয়ে।

দেখুন মিনি দুবাই থিমের প্যান্ডেলের ভিডিও

একচালা প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী দুলাল পাল। পান্ডেলে নয়টি দুর্গার ফর্মের পেইন্টিং এবং ইনস্টলেশন রয়েছে। বাইরের পার্ক আধুনিক দুবাইয়ের মতো, কিন্তু ভিতরে ঐতিহ্যবাহী বাঙালি সাজসজ্জা।