Mamata Banerjee (Photo Credit: ANI/X)

কলকাতাঃ আজ, ১১ মে দেশজুড়ে পালিত হচ্ছে মা দিবস (Mother's Day 2025)। সোশ্যাল মিডিয়া ছেয়েছে মাকে নিয়ে লেখা আবেগঘন পোস্টে। মায়ের সঙ্গে তোলা ছবি ও মাকে নিয়ে নানা অনুভূতি শেয়ার করে নিচ্ছেন নেটিজেনরা। এবার রাজ্যবাসীকে মা দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, "মা যে মোদের মা...মাতৃ দিবসে সকল মাকে হৃদয় থেকে আমার প্রণাম জানাই।" এরপর তৃণমূল সুপ্রিমো লেখেন, "মা, পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালবাসা, আমাদের আবেগের জায়গা। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।" আরও পড়ুনঃদেশের নিরাপত্তায় কোনও আপোষ নয়, পহেলগামের পর রাজ্যে সরকারের বড় সিদ্ধান্ত স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

মাতৃদিবসে আবেগে ভাসছেন মমতা, লিখলেন দু'এক লাইন

এখানেই শেষ নয়, মমতা আরও লেখেন, "আমার অনেক প্রকল্পে মা-কে স্মরণ করেছি, প্রণাম জানিয়েছি। মা-মাটি -মানুষের সূচনাই তো মা-কে দিয়ে। গানে, কবিতায় আমি মায়েদের সম্মান জানিয়েছি।" এরপর মাতৃ দিবস উপলক্ষে নিজের লেখা গানের কয়েকটি লাইন লেখেন তিনি। মুখ্যমন্ত্রী লিখছেন, "মাগো, তুমি সর্বজনীন,আছো হৃদয় জুড়ে। মা-আম্মি-মাদার একই,ভুলি তা কী করে?" মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর এই বার্তা।

মা-মাটি-মানুষের সূচনাই তো মা থেকে' মাতৃ দিবসে আবেগঘন বার্তা মমতার