কলকাতাঃ মধ্যরাতে পাকিস্তানের (Pakistan) মাটিতে ভারতের (India) সফল জঙ্গি দমন অভিযান। ৯ টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করে দিল ভারতীয় সেনা (Indian Army)। বুধ সকালে 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)' নিয়ে যখন খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী তখন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহর বিশেষ আর্জি প্রধানমন্ত্রীর কাছে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সমীরের স্ত্রী শবরী গুহ বলেন, "এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমার অনুরোধ এখানেই থেমে থাকলে হবে না। সন্ত্রাসবাদকে মুছে ফেলতে হলে গোটা ওই দেশের উপর হামলা চালাতে হবে। পহেলগাঁও কাণ্ডের দোষীদের সনাক্ত করে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হোক।"
পাকিস্তানে প্রত্যাঘাত নিয়ে কী বলছেন বেহালার সমীর গুহর স্ত্রী?
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় মৃত্যু হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর। স্ত্রী ওঁ কন্যার সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল সমীরের শরীর। এই জঙ্গি হামলায় প্রাণ হারান আরও দুই বঙ্গসন্তান। মৃত্যু হয় কলকাতার বিতান অধিকারী ও ঝালদার মনীশরঞ্জন মিশ্রর। অন্যদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দিতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পহেলগাঁওয়ে নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্য দ্বিবেদী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আজ আমার স্বামী শান্তি পেল। শুভমের মৃত্যুর যোগ্য জবাব দিয়েছেন মোদী। ওঁকে ধন্যবাদ জানাই।" অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য মোদী ও ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য সন্তানহারা পিতা সঞ্জয় দ্বিবেদী। তিনি জানান, সকাল থেকে টিভির পর্দা থেকে চোখ সরাননি। ভারতীয় সেনা ও প্রধানমন্ত্রীকে স্যালুট জানিয়ে তিনি বলেন, "আজ আমার পরিবার একটু স্বস্তি পেল। আমাদের বিশ্বাস ছিল যোগ্য জবাব দেবেন মোদী।"
অপারেশন সিঁদুরে সন্তুষ্ট নন পহেলগাঁও জঙ্গি হানায় নিহত বেহালার সমীরের স্ত্রী
VIDEO | Operation Sindoor: Pahalgam attack victim Sameer Guha's wife Sabri Guha says, "It had to happen. Such a big incident occurred in Pahalgam. Our government has conducted strikes. I demand a complete attack to be carried out."#OperationSindoor #IndiaPakistan… pic.twitter.com/dQ0Wu1Nsq1
— Press Trust of India (@PTI_News) May 7, 2025