কলকাতাঃ আজ, রবিবার(Sunday) মূলত বাংলা(West Bengal) জুড়ে বিসর্জন। ঢাকের তালে, সিঁদুর খেলায় মেতেছে বাঙালি। চোখের জলে এবার উমাকে বিদায় জানাবার পালা। আবার অপেক্ষা এক বছরের। মহালয়া(Mahalaya) থেকে বৃষ্টির (Rain)পূর্বাভাস থাকলেও সেই অর্থে পুজোতে বৃষ্টি হয়নি। আজ শেষদিনে কি বৃষ্টি মাথায় বিদায় জানাতে হবে মা দুর্গাকে? সেই চিন্তায় সকাল থেকেই বাঙালির(Bengali) মনে। রবিবার বেলার দিকে কলকাতা ও সংলগ্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও, বিকেল থেকে আকাশ পরিস্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে আগামী দু’দিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে চলেছে রাজ্যে। সামনের সপ্তাহ থেকে আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে।
জেনে নিন বিসর্জনের সন্ধ্যায় কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Weather Warnings for West Bengal dated 13.10.2024:#Day-1 to #Day-5: No Warning pic.twitter.com/JhVFcZRXSI
— IMD Kolkata (@ImdKolkata) October 13, 2024