Sukanta Majumder (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumder)। তাঁর নিরাপত্তার দায়িত্ব পেয়েছে সিআইএসএফ (CISF)। সিআইএসএফ গতকালই এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়েছে। এখন থেকে ৩৫ জন নিরাপত্তাকর্মী সুকান্ত মজুমদারের নিরাপত্তায় মোতায়েন থাকবেন।

কয়েকদিন আগেই দিলীপ ঘোষকে সরিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়। দায়িত্ব নেওয়ার পর বুধবার ভবানীপুরে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করতে যান তিনি। অভিযোগ, প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। যদিও পুলিশের বক্তব্য, যে অঞ্চলে প্রচার করছিলেন সুকান্ত, সেই অঞ্চলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তাই ওই এলাকাটি 'হাই-সিকিউরিটি জোন'। আরও পড়ুন: Kolkata: মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভ, সুকান্ত মজুমদার-সহ ৪ বিজেপি নেতার নামে মামলা পুলিশের

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখানো ও রাস্তায় বসে পড়ার অভিযোগ ওঠে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। সুকান্ত মজুমদারকে কার্যত রাস্তায় ছুটতে দেখা যায়। এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি-সহ কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ।