কলকাতা, ২৯ জানিয়ারিঃ রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়াদের পরিবেশিত মিড ডে মিলে (Mid Day Meal) কখনও মরা সাপ তো আবার কখনও মরা ইঁদুর টিকটিকি মেলার অভিযোগ উঠেছে বিগত বেশ কিছু দিন ধরেই। সেই খাবার খেয়ে ছাত্র ছাত্রীরা অসুস্থ্ হয়েছেন বহু জেলায়। এই সকল অভিযোগ মাথায় রেখে রাজ্যের মিড ডে মিল কেন্দ্র গুলিতে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
আরও পড়ুনঃ মিড-ডে মিলের খাবারে মিলল মরা টিকটিকি-ইঁদুর, ভাঙচুর মালদার স্কুলে
রাজ্যের মিড ডে মিল কেন্দ্র গুলি পরিদর্শনের কথা জানিয়ে রাজ্যের শিক্ষা সচিব মনিষ জৈনকে আগেই চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার পাকা হয়েছে পরিদর্শনের দিনক্ষণ। আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মিড ডে মিল কেন্দ্র গুলিতে ঘুরে ঘুরে পরিদর্শন করবেন ৯ সদস্যের কেন্দ্রীয় পরিদর্শন দল। জানা গিয়েছে, রবিবার, ২৯ জানুয়ারি দুপুরে রাজ্যে পৌঁছবেন তাঁরা। পরের দিন সোমবার খুলবে স্কুল। আর সেই দিন থেকেই শুরু হবে তাঁদের স্কুল পরিদর্শন।
আরও পড়ুনঃ মিড-ডে মিলের খাদ্যতালিকায় যোগ হচ্ছে বাড়তি পুষ্টি, পাতে পড়বে ডিম-মাংস-মরসুমি ফল
মিড ডে মিলে পরিবেশিত খাদ্যের গুণগত মানের পাশাপাশি পড়ুয়াদের পর্যাপ্ত পুষ্টি প্রদানের দিকেও নজর দেবে কেন্দ্রীয় পরিদর্শন দল। মিড ডে মিল প্রকল্প বাস্তবায়ন করার জন্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরিদর্শন দল পড়ুয়াদের ওজন এবং উচ্চতা অনুপাত পর্যালোচনা করবে, বলেও জানা গিয়েছে। পড়ুয়াদের পুষ্টি নিয়ে কোনরকম আপোষ করতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।