মালদা: ফের মিড-ডে মিলের (mid-day meal) খাবারে মিলল মরা টিকটিকি আর ইঁদুর (dead lizard & rat found)। তাই নিয়ে বচসা হতে হতে প্রবল উত্তেজনার বসে স্থানীয় বাসিন্দারা ভাংচুর (ruckus) চালাল স্কুলে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) একটি স্কুলে (school)। বিষয়টি শুনে সবদিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক (DM Malda) নীতীন সিংঘানিয়া (Nitin Singhania)।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুলের ফাঁকে পড়ুয়াদের মিড-ডে মিল খেতে দেওয়া হয়েছিল। আর তাতেই পাওয়া যায় মরা টিকটিকি ও ইঁদুর। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের একাংশ এসে দেখেন চালের ড্রামেও পরে একই জিনিস। এরপরই গণ্ডগোল শুরু হয়। আর তখনই উত্তেজনার বসে ভিড়ের একাংশ স্কুলে ভাংচুর চালায়।
এপ্রসঙ্গে মালদার জেলাশাসক নীতীন সিংঘানিয়া বলেন, "মিড-ডে মিলে মরা টিকটিকি ও ইঁদুর পাওয়া যাওয়ার ঘটনাটি আমাদের নজরে এসেছে। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" আরও পড়ুন: Kolkata: চাকরি দেওয়ার নামে প্রতারণা! সংস্থার মালিককে অপহরণ করে ধৃত চাকরি প্রার্থী
West Bengal | Locals create ruckus after rat & lizard were found in mid-day meal in a school in Malda
"The case of dead lizard & rat found in mid-day meal has come to our notice. Strict action being taken against those who are responsible for it," says Nitin Singhania, DM Malda pic.twitter.com/zNlZrnYUpd
— ANI (@ANI) January 11, 2023