কলকাতা, ২৫ সেপ্টেম্বর: রোম (Rome) সফরের সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু বিদেশ মন্ত্রক বাধ সাধল৷ রোমের যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাজির হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর হাজিরা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ সেই কারণেই বিদেশ মন্ত্রকের তরফে মমতা রোম সফরে অনুমতি দেওয়া হয়নি শেষ মুহূর্তে৷ এমনই জানানো হয় কেন্দ্রের চিঠিতে৷ কেন্দ্রীয় সরকারের তরফে নবান্নে এ বিষয়ে একটি চিঠিও এসে পৌঁছেছে৷
জানা যাচ্ছে, যে অনুষ্ঠান উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোমে যাওয়ার কথা ছিল, সেখানে বিশিষ্ট রাজনীতিবিদদের হাজির হওয়ার কথা৷ ওই অনুষ্ঠানে পোপেরও হাজির হওয়ার কথা৷ সেই অনুষ্ঠানে বাংলার (West Bengal CM) মুখ্যমন্ত্রীর হাজিরা অসামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে৷ সেই কারণেই সফর সূচি চূড়ান্ত হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরে না করে বিদেশ মন্ত্রক৷
আরও পড়ুন: Taliban: আফগানিস্তানকে সন্ত্রাসের কারখানা তৈরি করা যাবে না, তালিবানকে কড়া বার্তা মোদী, বাইডেনের
প্রসঙ্গত ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে উপনির্বাচনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় রোম সফরে যাবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়৷