রুজিরা বন্দ্যোপাধ্যায়(Photo Credits: Facebook)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: রবিবার দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই পৌঁছাতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। কয়লা কেলেঙ্কারির টাকার হিসেব সংক্রান্ত তদন্তেইনাকি অভিষেক জায়া রুজিরার সঙ্গে দেখা করতে গিয়েছিল সিবিআই। তবে তাঁরা কেউ বাড়িতে না থাকায় ফোন নম্বর দিয়ে চলে আসেন সিবিআই কর্তারা। গতকাল ইমেল মারফৎ সিবিআইকে নিজের জবাব পাঠান রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। জানান, মঙ্গলবার বেলা ১১-২টোর মধ্যে যেকোনও সময় নিজের বাড়িতে সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন তিনি। সেই মতোই আজ দুপুরের রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে অভিষেক বন্দ্যোপাধ্যের বাড়ি শান্তিনিকেতনে আসছে সিবিআই। এদিক গতকালই অভিষেকে শ্যালিকা মেনকা গম্ভীরের পঞ্চসায়রের ফ্ল্যাটে যায় সিবিআইএর একটি দল। আরও পড়ুন-COVID-19 Death Toll In US: মার্কিন মুলুকে করোনার বলি ছাড়াল ৫ লাখের কোটা, দেশবাসীর পাশে জো বিডেন

সিবিআইএর অভিযোগ, কয়লা কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরার অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছে। এই বিষয়ে রুজিরাকে জেরা করা হবে। মূলত সাক্ষী হিসেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে উপস্থাপন করাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার লক্ষ্য। যদিও সিবিআই কর্তারা কেন তাঁর সঙ্গে দেখা করতে চান তানিয়ে সম্পূর্ণ অন্ধকারে অভিষেক জায়া। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সমস্তরকম সহযোগিতা করতে প্রস্তুত তিনি।

অন্যদিকে অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীরের লন্ডনের ব্যাংক অ্য়াকাউন্টে মোটা অংকের লেনদেন নিয়ে গতকাল জেরা করেন সিবিআই কর্তারা। শোনা যাচ্ছে কয়লা কাণ্ডের তদন্তে রুজিরা ও মেনকাকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে সিবিআই। দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অমিত শাহর নামে শমন জারি হয়। তবে শমনে শাহর ঠিকানা ভুল ছিল। এত বড়মাপের বিজেপি নেতার বিরুদ্ধে কিনা শমন পাঠিয়েছেন অভিষেক। বিষয়টি ভাল চোখে দেখেনি গেরুয়া শিবির। তারই ফলশ্রুতি হল কয়লা কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যাকে পাঠানো সিবিআইএর নোটিস। গোটা বিষয়টির মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ রুজিরা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেটাই দেখার।