ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি: মার্কিন মুলকে করোনায় মৃত্যু (COVID-19 Death Toll) হয়েছে ৫ লাখেরও বেশি মানুষের। এক কথায় মারণ রোগে মৃত্যুর পরিসংখ্যান ভয়াবহতার মাইল ফলক টপকে গেছে আমেরিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ভিয়েতনাম ও কোরিয়াতে যত মার্কিনর মৃত্যু হয়েছিল তার সঙ্গে করোনায় মৃতের পরিসংখ্যানের সাদৃশ্য রয়েছে। এই খবরে এক আবেগতাড়িত বার্তা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। তিনি বলেছেন, ৫ লক্ষ নয় দেশে করোনায় মৃতের সংখ্যা আরও দীর্ঘ। এই খবর চরম হৃদয়বিদারক। মহামারী প্রতিরোধে সবাইকে জোট বেঁধে লড়তে হবে। সংবাদ সংস্থা এএফপি রিপোর্ট অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন মুলকে ৪ লক্ষ ৫ হাজার প্রাণহানি ঘটে। ভিয়েত নামের যুদ্ধে ৫৮ হাজার মার্কিনির প্রাণ যায়। অন্যদিকে কোরিয়ার যুদ্ধে ৩৬ হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছিল। আরও পড়ুন-Satyajit Ray Award: ভোটের মুখে কেন্দ্রের বাজিমাত, ‘সত্যজিৎ রায় পুরস্কার’ ঘোষণা প্রকাশ জাভড়েকরের
#BREAKING More than 500,000 people have died from Covid-19 in the United States since the pandemic began, according to Johns Hopkins University on Monday, by far the highest reported toll of any country pic.twitter.com/GmJHY7C68N
— AFP News Agency (@AFP) February 22, 2021
ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমেরিকায় করোনা প্রতিরোধে টিকাকরণ শুরু হয়েছে। তারপরেও দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। এই প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একটি প্রজেক্ট রিপোর্ট বলছে, করোনার ভয়াবহতা যদি একই হারে চলতে থাকে তাহলে জুনের ১ তারিখের মধ্যেই মার্কিন মুলুকে মৃতের সংখ্যা ৫ লক্ষ ৮৯ হাজারে পৌঁছে যাবে। আরও পড়ুন-
বিশ্বের করোনা সংক্রমণের নিরিখে এক নম্বরে রয়েছে আমেরিকা। মৃতের হারও বেশি মার্কিন মুলুকেই। গত কয়েকমাসে দৈনিক মৃত্যু কিছুটা কমেছে। মহামারী করোনার সামনে কীভাবে অসহায় হয়ে পড়েছে মানুষ তার নিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্রে মারণ রোগের মৃত্যুমিছিল। সোমবার হোয়াইট হাউসের বাইরে ৫০০ প্রজ্বলিত মোমবাতির সামনে স্ত্রী জিল ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগ এমহফকে নিয়ে প্রেসিডেন্ট জো বিডেন করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান।