গরু পচার মামলায় (Cattle Smuggling Case) তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সহগল হোসেনকে গত বছর গ্রেফতার করেছেন সিবিআই (CBI)। বর্তমানে দুজনেই রয়েছেন দিল্লির তিহার জেলে। হাজতবাসকারী সহগলের ( Saigal Hossain) নামে আরও এক কোটির সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। এই মর্মে শুক্রবার আসানসোল সিবিআই আদালতে একটি নথি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ গরুর সঙ্গে বিকৃত যৌনতার অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই ব্যক্তির খোঁজে হন্যে পুলিশ
Bengal cattle smuggling case: Central Bureau of Investigation (#CBI) probing the multi-crore #WestBengal cattle smuggling case has traced additional property worth Rs 1 crore of #SehgalHossian, the bodyguard of #TMC strongman #AnubrataMondal. pic.twitter.com/H10QR7CP4D
— IANS (@ians_india) June 30, 2023
দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানান সহগল হোসেন ( Saigal Hossain)। আগামী ৬ জুলাই আদালতে পরবর্তী শুনানি। তার আগেই সহগলের নতুন করে কোটি টাকার সম্পত্তির হদিস সিবিআইয়ের হাতে পড়েছে। এর ফলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর জামিন পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন আইনজীবি মহলের একাংশ।