স্বাধীনতা দিবসের দিন সকালে সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআইয়ের টিম। সঙ্গে ছিলেন জয়েন্ট ডিরেক্টর। এদিন মৃতার বাবা মায়ের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত চলছে। আমরা চিকিৎসকের বাবা মায়ের বয়ান রেকর্ড করেছি। এদিকে গতকাল রাতে হাসপাতালে বিক্ষোভ কর্মসূচির মাঝে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয়ের দুস্কৃতি। কার্যত হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুড় চালানো হয়। তবে এই বহিরাগতদের তাণ্ডবে ক্রাইম সিন অর্থাৎ বিতর্কিত সেমিনার রুম আদৌ অক্ষত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

আন্দোলনকারীদের মঞ্চ থেকে শুরু করে এই তাণ্ডবে ভাঙচুড় করা হয় কলকাতা পুলিশের গাড়িও। এদিকে দিনদুয়েক আগেই সেমিনার রুমের পাশের রুম ভাঙা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ছিল। তবে বুধবার রাতের পর ওই সেমিনার রুমের অবস্থা কী রয়েছে তা নিয়ে যথেষ্ট ধন্ধে রয়েছে সিবিআই আধিকারিকরা। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা। অন্যদিকে যাঁরা হামলা চালিয়েছিল তাঁদের মধ্যে অনেকজনকেই চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। এবং সেই চিহ্নিত অজ্ঞাত পরিচয়ের যুবক যুবতীদের ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছে পুলিশ।