Paresh Paul: ভোট পরবর্তী হিংসায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআইয়ের
CBI.( (Photo Credits: PTI)

কলকাতা, ১৬ মে: রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসা কাণ্ডে এবার তৃণমূল বিধায়ককে তলব সিবিআইয়ের। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল (Paresh Paul)-কে ডেকে ভোট পরবর্তী হিংসা তদন্তে জেরা করতে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের খুনের মামলায় পরেশ পালকে সিবিআই দফতরে হাজিরর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর হওয়া হিংসার তদন্ত করছে সিবিআই। ২০১২ বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্রে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে নিকটতম বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাসকে হারিয়েছিলেন পরেশ পাল। ভোট মেটার পর এলাকায় অশান্তির খবর আসতে থাকে।

অভিজিৎ সরকার খুনের ঘটনায় এরমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাস্থলেও বেশ কয়েকবার সিবিআই কর্তাদের ঘুরতে দেখা গিয়েছে। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলছেন তদন্তকারীর। এবার একেবারে খোদ বিধায়ককে তলব করল সিবিআই। তবে পরেশ পাল এই তলবে সাড়া দেন কি না দেখার। এর আগে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ দেখিয়েছেন অভিজিৎ সরকারের পরিবার। আরও পড়ুন: ১ মাস স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক, আবার নজিরবিহীন রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে ৫২টি খুন বা অস্বাভাবিক মৃত্যু তদন্তে নেমে সিবিআই-পূর্ণাঙ্গ চার্জশিট দিয়েছে ১০টি। ৩৮ কেসের সিবিআই তদন্ত চলছে।