কলকাতা, ২১ মে: SSC-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) জেরার তৃতীয় দিনে চার ঘণ্টার বেশি সময় জেরা হল রাজ্যের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী (Paresh Adhokary) কে। বৃহস্পতি, শুক্রের পর শনিবার-টানা তিনদিন পরেশকে নানাভাবে SSC-নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে পরেশ অধিকারী সোজা এমএলএ (বিধায়ক) হোস্টেলে চলে যান। সূত্রের খবর, পরেশ পালকে জেরা করেও এখনও তেমন কিছুই পাইনি সিবিআই কর্তারা। তবে তাঁকে আরও জেরা করার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে।
দেখুন টুইট
CBI interrogates West Bengal minister Paresh Adhikari for third consecutive day over his daughter Ankita's "illegal" appointment as a primary school teacher
— Press Trust of India (@PTI_News) May 21, 2022
জোর জল্পনা, পার্থ চ্যাটার্জি ও পরেশ পালকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। এমনকী শিক্ষা সচিব মনীশ জৈনকে জেরা করতে পারে সিবিআই, এমনও খবর। আরও পড়ুন: Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাজে সন্তুষ্ট নয় রাজ্যের মানুষ, উঠে এল সমীক্ষায়
নির্দিষ্ট সময়ে সিবিআইয়ের অফিসে হাজিরা না দেওয়ায় পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরই সিবিআই অফিসে হাজিরা দিতে অতিরিক্ত সময় চেয়ে নেন পরেশ অধিকারী। জল্পনার মাঝে গত বৃহস্পতিবার হাজির হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে। বৃহস্পতিবার তাঁকে তিন ঘণ্টা, শুক্রবার আড়াই ঘণ্টা মত জেরা করার পর আজ শনিবারও তাঁকে তলব করেছিল সিবিআই।