Abhijit Sarkar Murder Case (Photo Credit: X@CBIHeadquarters)

২০২১-এর ‘ভোট-পরবর্তী হিংসা মামলায়’ বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। খবরটি বুধবার প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ মোট ১৮ জনের। এতে রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারও।সিবিআই সূত্রে খবর, নতুন করে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর-সহ আরও ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা ১৮।

ভোটের রেজ়াল্ট বেরোয়। ঠিক তার পরের দিন কাঁকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু হয়। তিনি বিজেপি কর্মী ছিলেন। ভোটের সময়ে চুটিয়ে দলের হয়ে কাজও করেছিলেন। ভোটের রেজ়াল্টের পরদিন তাঁর দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। পরিবার প্রথম থেকেই দাবি করেছিল, অভিজিৎ রাজনৈতিক হিংসার বলি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার।