Anubrata Mandal (Photo: IANS)

কলকাতা, ১৮ অগাস্ট: মেয়ের চাকরির প্রশ্নে কার্যত মেজাজ হারালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। মেয়ের চাকরি কীভাবে হয়েছে, সে বিষয়ে আদালতে কথা বলবেন। সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করবেন না। বৃৃহস্পতিবার সুকন্যা মণ্ডলের (Sukanya Mandal) নাম নিয়ে অনুব্রতকে প্রশ্ন করতেই কার্যত ক্ষেপে ওঠেন তৃণমূল কংগ্রেস নেতা। যা বলার আদালতে বলবেন। সাংবাদমাধ্যমের সামনে কোনও ধরনের মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বীরভূমের তৃমমূল কংগ্রেস নেতা।

বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে। কমান্ড হাসপাতালে যাওয়ার সময় অনুব্রত জানান, সুকন্যা টেট পরীক্ষায় পাশ করেছেন। সেই সার্টিফিকেটও আছে। তাই চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন: Anubrata Mandal: টেট পরীক্ষায় উত্তীর্ণ, মেয়েকে নিয়ে চিন্তা নেই, জানালেন অনুব্রত

হাসপাতালে যাওয়ার সময় মেয়েকে নিয়ে চিন্তা নেই বলে জানালেও, সেখান থেকে বেরনোর সময় কার্যত ক্ষেপে ওঠেন অনুব্রত মণ্ডল। মেয়ের চাকরির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের কিছু বলবেন না বলে স্পষ্ট জানান অনুব্রত।