কলকাতা, ২৮ মে: নারদা মামলায় (Narada Case) ৪ জনের অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট (High Court)। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁরা ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে তদন্তে যোগ দিতে পারবেন। নারদা মামলার বিচারাধীন মামলায় কোনও সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে পারবেন না। কোনও তথ্য প্রমাণ বিকৃত করা চলবে না বলেও জানায় হাইকোর্ট।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন,"অনেকদিন এই মামলা চলতে পারে। ততদিনের জন্য এই অন্তর্বর্তী জামিন দেওয়া যেতে পারে। চূড়ান্ত নির্দেশের পর প্রয়োজনে জামিন খারিজ করা যেতে পারে।' আরও পড়ুন, রাজ্যে অনেকটা কমল সংক্রমণের সংখ্যা, আক্রান্ত প্রায় ১৩ হাজার, মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক
আজ বেলা ১২টায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানানব, ‘করোনা পরিস্থিতিতে মধ্যে অভিযুক্ত ও সাধারণ মানুষের মধ্যে কথা বলার সুযোগ নেই। এই মানুষেরা পরিষেবার কাজের সঙ্গে যুক্ত। ২০১৭তে মামলা শুরু, আপনারা তখন তাঁদের গ্রেফতার করেননি। তাঁরা তখন যা প্রভাবশালী ছিলেন এখনও তাই আছেন। তাহলে এখন কেন গ্রেফতার?’