করোনাভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ২৭ মে: লকডাউনের (Lockdown) পর অনেকটাই কমেছে রাজ্যের করোনা সংক্রমণের (COVID-19) সংখ্যা। আজ এক ধাক্কায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু মৃত্যু সংখ্যা এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩, ০৪৬ জন। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৩১,২৪৯। করোনা প্রাণ কেড়েছে ১৪৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ১১,৯৯, ১২০। সুস্থতার হার পেরিয়েছে ৯০ শতাংশ।

সংক্রমণের নিরিখে এখনও ঊর্ধ্বমুখী উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৭৫ জন। তবে দিনকয়েক ধরেই ৩,০০০ বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছিলেন। আশা জাগিয়ে তা খানিকটা কমেছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় এরপরেই রয়েছে ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা। আরও পড়ুন, দৈনিক সংক্রমণ বাড়িয়ে ২৪ ঘণ্টায় করোনার বলি ৩ হাজার ৮৪৭ জন

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে ফের ১৫ দিনের বিধিনিষেধ ঘোষণা করেন। জুনের ১৫ তারিখ পর্যন্ত জারি থাকবে সমস্ত বিধিনিষেধ। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। যা নিয়ম চলছে সেই নিয়মেই বন্ধ থাকবে দোকানপাট, বাজার। নিষেধাজ্ঞা জারি হয়েছে বাইরে বেরোনোতেও। ছাড় দেওয়া হয়েছে পাটশিল্প এবং নির্মাণ শিল্পে।

এদিকে সমগ্র দেশের পরিস্থিতি ফের বেসামাল। করোনার কাঁটায় বুধবার সারাদিন দেশে নতুন করে আক্রান্ত হলেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন৷ গতকাল সারাদিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৮৩ হাজার ১৩৫ জন৷ দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩ হাজার ৮৪৭ জন৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন৷